সোপিয়ানে এনকাউন্টারে খতম দুই জঙ্গি
শ্রীনগর: জঙ্গি নিধন অভিযানে উপত্যকায় ফের সাফল্য পেল ভারতীয় সেনা জওয়ানরা। শনিবার জম্মু কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিদের চিহ্নিত করেছে পুলিশ। একজনের নাম ইরফান আহমেদ। বাড়ি পুলওয়ামায়। অপর জঙ্গির নাম শওকত আহমেদ। বাড়ি সোপিয়ানে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের খুদপোরা গ্রামে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় প্যারা কমান্ডার ও বিশেষ অপারেশন গ্রুপ যৌথবাহিনী। এলাকারই একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। যৌথবাহিনী বাড়িটির কাছে যেতেই তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর আক্রমণের মুখে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে জঙ্গিরা। সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি।
WOW! Am Loving this ?#Kashmir 2 Islamist Jihadi Terrorists slaughtered by Security Forces for #SaturdayNight Jihadi Keema dinner party at Khudpora area of Shopian district.
We want more ?
Jai Hind ?? ? #SwachhBharat— Jagrati Shukla / जागृति शुक्ला (@JagratiShukla29) 3 November 2018
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একের পর জঙ্গি নিধন অভিযানে সাফল্যের মুখ দেখেছে ভারতীয় সেনা জওয়ানরা। এদিন বারামুল্লার সোপোরে একাধিক জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ার সাগিপোরা এলাকায় সংঘর্ষে এক জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা যায়।