Tuesday, May 21, 2024
দেশ

রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার

চন্ডীগড়: পুলিশের জালে ধরা পড়ল রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডে আরও দুই অভিযুক্ত। ধৃতদের মধ্যে রয়েছে অন্যতম মূল অভিযুক্ত নিশু। নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত। এই নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করল সিট। নিশু এই ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তবে, এখনও অধরা আরও দুই মূল অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মেওয়াটের SP ও SIT-এর প্রধান নাজনিন ভাসিন জানিয়েছেন, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটনায় নিশু। শনিবার গ্রেপ্তার করা হয় ঘটনার অন্যতম মূল অভিযুক্ত নিশু সহ সঞ্জীব নামে আরও এক অভিযুক্ত। সঞ্জীব পেশায় ডাক্তার। নির্যাতনের পর অবস্থার অবনতি হওয়ায় সঞ্জীবকে ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। পরীক্ষা করে সে অবস্থা সংকটজনক জানানোর পরই নির্যাতিতাকে বাসস্ট্যান্ডে ফেলে আসা হয়েছিল। তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত সেনাকর্মী।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নির্দেশে রিওয়ারির পুলিশ সুপার রাজেশ দুগ্গালকে সরিয়ে দেওয়া হয়। নতুন পুলিশ সুপার হন রাহুল শর্মা। পুলিশের একটি দলও রাজস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অভিযুক্তদের ধরতে। যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদের এক লাখ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়।