Wednesday, May 1, 2024
দেশ

সুযোগ দিলে ৩৫-৪০ টাকাতেই পেট্রল দিতে পারি: রামদেব

নয়াদিল্লি: লাগামছাড়া পেট্রোল ডিজেলের দাম। পেট্রল ডিজেলের দাম কোথায় গিয়ে থামবে কেউ জানে না। কেন্দ্র একপ্রকার হাত তুলেই নিয়েছে। এমতাবস্থায় বাবা রামদেব বললেন, তাঁকে কর-ছাড় দেওয়া হলে তিনিই দেশের মানুষকে লিটার প্রতি ৩৫/৪০ টাকা দামে পেট্রল-ডিজেল দিতে পারেন। পেট্রল ডিজেলকে জিএসটির আওতায় জ্বালানি আনার দাবিও জানান যোগগুরু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বাবা রামদেব বলেন, এখনও এ ব্যাপারে ব্যবস্থা না নিলে বিপদে পড়তে পারে মোদী সরকার।

বর্তমানে পেট্রলের দাম এখন ৮০ থেকে পেরিয়ে ৯০ দিকে যাচ্ছে। ডিজেলের দামও ৭৫ এর কাছাকাছি। এমন অবস্থায় রামদেবের ৩৫-৪০ টাকা দামে পেট্রল-ডিজেল বিক্রির দাবি নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলেই তিনি ট্যাক্সের পরিমাণও কমিয়ে দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো কাজ করছেন বলে উল্লেখ করে রামদেব বলেন, অনেকে মোদীর সমালোচনা করছেন। সেটা তাঁদের মৌলিক অধিকার। কিন্তু আমি মনে করি, উনি অনেক ভালো কাজ করেছেন। ‘স্বচ্ছ ভারত অভিযান’ তার সেরা উদাহরণ। কোনও বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনাও ঘটেনি মোদীর জমানায়। তবে হ্যাঁ, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে রাজনৈতিক স্তরে বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। যার ফলে ভারতের পেট্রল ডিজেলের দাম বাড়ছে হু হু করে। কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে জানিয়েছে যে, পেট্রল ও ডিজেলের ট্যাক্স কমানো যাবে না। ১ টাকা করে কমালে সরকারের ক্ষতি হবে ১৪ হাজার কোটি টাকার কাছাকাছি। ফলে বিপুল পরিমাণে রাজস্ব ঘাটতি হতে পারে মোদী সরকারের। যার প্রভাব পড়তে পারে জিডিপিতেও।