Monday, May 6, 2024
কলকাতা

রামনবমীর মিছিলে অশান্তি এড়াতে পুলিশের বিশেষ নজরদারি বসিরহাট–বাদুড়িয়ায়

বসিরহাট: গত জুলাই মাসে বসিরহাট ও বাদুড়িয়া জুড়ে হিংসার ঘটনার পর রামনবমীর এত আয়োজন ভাবাচ্ছে পুলিশকে। শিয়রে পঞ্চায়েত ভোট ৷ রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি ৷ গোটা বসিরহাটও গেরুয়া পতাকায় ছেয়ে ফেলা হয়েছে। আজ বসিরহাট টাউনহলে রামপুজোর আয়োজন করেছে উদযাপন সমিতি। অন্যদিকে, রামনবমী উপলক্ষে এবার আসানসোল পুরনিগম আর্থিক সাহায্য করেছে শহরের আখড়া কমিটিগুলিকে। পুরনিগম ভবনে মহকুমার প্রায় ১৫০টি আখড়া কমিটিকে পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে সাত লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যাতে নিয়ম মেনেই রামনবমীর কর্মসূচি পালিত হয় সেটা পুলিশ দেখবে। গত কয়েকদিন ধরেই পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছেন পুলিশ সুপার থেকে পদস্থ আধিকারিকরা।

এর আগে শনিবারে বাদুড়িয়ার রুদ্রপুর থেকে রামনবমী উপলক্ষে বিরাট শোভাযাত্রার ডাক দেওয়া হয়েছিল। এজন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয় পুলিশ। দুদিন আগে থেকেই রামনবমী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে বাদুড়িয়া ও বসিরহাটে। তবে কোথাও সরাসরি বিজেপি কিংবা আরএসএস–এর নাম ব্যবহার করা হয়নি। অশান্তি ঠেকাতে কড়া পুলিশি নিরাপত্তা বসিরহাট ও বাদুড়িয়া সর্বত্র ৷ যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে তৎপর পুলিশ প্রশাসন।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা শান্তনু চক্রবর্তী বলেন, ‘‌টাউন হলে জেলা কার্যালয়ের পাশে রবিবার রামপুজো হবে। পরে বিকেলে বসিরহাট শহরে একটি মিছিল করা হবে। মিছিলে কোনও অস্ত্র থাকবে না। গেরুয়া পতাকা নিয়ে মিছিল গোটা বসিরহাট শহর ঘুরবে।’‌