Monday, May 6, 2024
দেশ

রামনবমীর মিছিল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, অশান্তি এড়াতে গ্রেফতারের হুঁশিয়ারি

কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর দুই শাসকদল তৃণমূল ও বিজেপি। তাই সমস্ত রীতিনীতিকে তুড়ি মেরে রামনবমী পালনে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল কর্মীরা। অশান্তি ঠেকাতে কড়া পুলিশি নিরাপত্তা শহরসহ রাজ্যের সর্বত্র। যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে তৎপর পুলিশ প্রশাসন।

মেদিনীপুরের কেরানিচটিতে জুলুমবাজির অভিযোগ উঠেছে বজরং কমিটি নামে একটি সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় বাসের কনডাক্টরকে তারা মারধর করে। বীরভূমের রামপুরহাটে আবার রামনবমী উপলক্ষ্যে দেখা গিয়েছে উন্মাদনার আরেক ছবি।

পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬০টি মিছিল রাস্তায় বেরোবে ৷ এই সমস্ত মিছিলের উপরই থাকবে পুলিশের কড়া নজরদারি ৷ সাদা পোশাকে ভিড়ের মধ্যেই মিশে থাকবেন পুলিশ কর্মীরা ৷ মিছিলে যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করেন কিংবা অস্ত্র হাতে মিছিলে হাঁটেন তাহলে তাকে গ্রেফতার করারও হুঁশিয়ারি দিয়েছে লালবাজার ৷ মিছিলের জন্য অতিরিক্ত ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তবে, এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে ৷ চিরাচরিত রীতি মেনে যদি অস্ত্র হাতে যদি কেউ মিছিলে হাঁটেন তাহলে তাকে আটক করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে লালবাজার ৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে কটাক্ষ করে বলেন,  ‘এতদিন মহরম আর ঈদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ঠেলায় পড়ে রামনবমী পালন করতে রাস্তায় নামছেন! আসলে অস্তিত্বরক্ষার জন্যই কৌশল বদল করছে তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে। এখন মহরম-ইদ ছেড়ে রামনবমী পালনে ব্যস্ত হয়ে পড়েছেন দিদি। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে।’