Sunday, May 19, 2024
কলকাতা

বিশ্বের কোন দেশের মানুষ কতটা বেশি পরিশ্রমী?

প্রতি বছর গড় কাজের সময়ের নিরিখে বিশ্বব্যাপী এক সমীক্ষা চালায় অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। বিশ্বের ৩৫টি দেশকে নিয়ে করা ২০১৭-১৮ সালের সমীক্ষার রিপোর্ট বলছে, বিশ্বে সবচেয়ে বেশি পরিশ্রমী মেক্সিকোর নাগরিকরা। আর জার্মানির নাগরিকরা সবচেয়ে কম সময় কাজ করে।

ওইসিডি’র ওই প্রতিবেদনে বলা হয়েছে,  একজন মেক্সিকান বছরে গড়ে ২ হাজার ২৫৫ ঘণ্টা কাজ করেন। উত্তর আমেরিকার এই দেশের নাগরিকেরাই নাকি সবচেয়ে বেশি পরিশ্রমী। কাজের সময়ের নিরিখে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোস্টারিকা। মধ্য আমেরিকার এই দেশের নাগরিকরা বছরে গড়ে ২ হাজার ২১২ ঘণ্টা কাজ করেন।

ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে পরিশ্রমী গ্রিসের নাগরিকেরা। তারা বছরে গড়ে ২ হাজার ৩৫ ঘণ্টা কাজ করেন। তৃতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চিলি। এরপরে চতুর্থ স্থানে রয়েছে গ্রিস। ওইসিডি’র রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের নাগরিকেরা বছরে গড়ে ১৬৭৬ ঘণ্টা কাজ করেন। ব্রিটেন রয়েছে তালিকায় ২৬ নম্বরে। ইউরোপীয় দেশগুলির মধ্যে গ্রিস এগিয়ে থাকলেও, পিছিয়ে রয়েছে সুইজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং ফ্রান্স। এখানকার নাগরিকরা বছরে গড়ে ১ হাজার ৫০০ ঘণ্টা কাজ কাজ করেন।

তালিকায় ১৬ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এখানকার নাগরিকেরা বছরে গড়ে ১৭৮৩ ঘণ্টা কাজ করেন। প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে থাকলেও জাপানের নাম তালিকায় রয়েছে ২২ নম্বরে। এই দেশের নাগরিকেরা বছরে গড়ে ১ হাজার ৭১৩ ঘণ্টা কাজ করেন। বছরে গড় কাজের সময়ের নিরিখে ওইসিডি’র তালিকায় সবচেয়ে পিছিয়ে রয়েছে নরওয়ে, ডেনমার্ক এবং জার্মানি। জার্মানির নাগরিকেরা বছরে গড়ে ১৩৬৩ ঘণ্টা কাজ করেন।