Tuesday, May 21, 2024
দেশ

অন্ধ্রপ্রদেশে ৪০০ বছরের পুরানো মন্দির ভাঙচুর, নতুন বছরেই সাম্প্রদায়িক হানাহানি

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশে ৪০০ বছরের পুরানো রামথেরথমের মন্দির ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। নতুন বছরেই সাম্প্রদায়িক হানাহানিতে উত্তপ্ত হয়ে উঠছে অন্ধ্রপ্রদেশ। চড়ছে রাজনীতির পারদও। রামের মূর্তি ভাঙার ঘটনায় শাসক-বিরোধী দল এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তোপ দেগেই যাচ্ছে। জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৮ ডিসেম্বর। ওইদিন রাজ্যের ভিজিয়ানগড়া জেলায় ৪০০ বছরের পুরানো রামথেরথমের মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার অজ্ঞাত কিছু দুষ্কৃতি রামথেরথমের মন্দিরে হামলা চালায়। ভগবান রামের একটি মূর্তির মাথাও কেটে নেওয়া হয় বলে খবর। এই ঘটনা সামনে আসতেই চলতি সপ্তাহেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজ্য-রাজনীতি। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন, জগন মোহন রেড্ডি সরকার অন্ধ্রপ্রদেশের হিন্দু মন্দিরগুলি রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে রামতেয়ার্থাম পাহাড়ের শ্রীকোণ্ডপাণি মন্দিরে ভগবান রামের মূর্তি ভাঙচুর আরও একটি উদাহরণ ছিল। উপাসনাস্থলে ধারাবাহিকভাবে হামলার ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রামথেরথম মন্দির পরিদর্শন শেষে চন্দ্রবাবু নাইডু দাবি করেন, টিডিপি সরকারের আমলে কোনও মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা কেবল জগন মোহন রেড্ডির শাসনামলেই ঘটছে। তিনি জানান, উত্তর অন্ধ্র অঞ্চলের অযোধ্যা বলা হয়। প্রতিমা ভাঙচুর হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। যারা এই প্রতিমা ভাঙচুর করেছিল এবং যারা অপরাধীদের রক্ষা করে তাদের ঈশ্বরের ক্রোধের মুখোমুখি হতে হবে।

চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন, জগন মোহন রেড্ডি সরকারের আমলেই রাজ্যের ১২৭ টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত একজন অপরাধীকেও গ্রেফতার করতে পারিনি সরকার।