Saturday, May 11, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানে ভেঙে পুড়িয়ে দেওয়া মন্দির পুনঃনির্মাণ করা হবে

ইসলামাবাদ: গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখায় (Khyber Pakhtunkhwa) কারাক জেলায় প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে একটি হিন্দু মন্দির ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। টেররি গ্রামের ধ্বংসপ্রাপ্ত ওই শ্রী প্রমাণ মহারাজ সমাধি হিন্দু মন্দির ধ্বংস করার ঘটনায় এখনও অবধি শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মুসলিম উগ্রপন্থীদের দ্বারা এই হিন্দু মন্দির ধ্বংসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ে। তীব্র নিন্দা জানায় গোটা বিশ্ব। ভারত সরকারও সরকারি ভাবে পাকিস্তানকে চিঠি দিয়ে ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানায়। হিন্দুদের অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়ে যায় পাকিস্তান। আন্তর্জাতিক মহলে তীব্র চাপের মুখে ধ্বংসপ্রাপ্ত ওই হিন্দু মন্দিরটি সরকারি অর্থায়নের পুনঃনির্মাণের ঘোষণা দিয়েছে খায়বার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার।

জানা গিয়েছে, হিন্দু মন্দির ধ্বংসের ঘটনায় ইতিমধ্যে ৩৫০ জনের বেশি অভিযুক্তর নামে এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে থেকে গ্রেফতার ১০০ জনের বেশি। ভিডিও ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সচিব লাল চন্দ মলহি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটাকে অসামাজিক কার্যকলাপ বলে উল্লেখ করেছেন তিনি।

এবার এই প্রথম নয় এর আগেও একাধিকবার হিন্দু মন্দির ভাঙার ঘটনা সামনে এসেছে। তবে প্রতিশ্রুতি দিয়েও ভাঙা মন্দির পুনঃনির্মাণ করে দেয়নি পাক সরকার। বরং ক্রমশ বেড়েই চলেছে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের ঘটনা। সবকিছু জেনে বুঝেও মুখে কুলুপ এঁটে বসে আছে ইমরান খানের সরকার।