Friday, May 3, 2024
দেশ

রাজ্যসভায় আরও শক্তি বাড়াল বিজেপি

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ১০টি আসনের মধ্যে ন’টি জিতে নিয়েছে বিজেপি। ফলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নিজেদের শক্তি আরও বাড়াল বিজেপি। এতদিন পর্যন্ত রাজ্যসভায় এককভাবে বিজেপির ৫৮ জন সাংসদ সদস্য ছিল। আর বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর সদস্য সংখ্যা ছিল ৭৫ জন। কিন্তু শুক্রবারের নির্বাচনের ফলাফলের পর রাজ্যসভায় তাদের সদস্য বেড়ে দাঁড়ালো ৮৬, এর মধ্যে বিজেপি’র একাই ৬৯ জন সাংসদ সদস্য রয়েছেন।

গত শুক্রবার ৭ রাজ্যোর রাজ্যসভার মোট ২৬টি আসনে ভোট হয়। উত্তরপ্রদেশে ১০টির আসনের মধ্যে ৯টিই বিজেপির ঝুলিতে। মহারাষ্ট্রে ২টি আসন বাড়িয়ে ৬টির মধ্যে ৩টিই ঝুলিতে পুরেছে বিজেপি। রাজ্যস্থানে ৩টির মধ্যে ৩টি আসনই পেয়েছে গেরুয়া শিবির। উত্তরাখণ্ড ও হরিয়ানায় একটি করে আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে তারা। তবে গুজরাটে এবার কংগ্রেস ভাল ফল করায় ২ আসন হারিয়েছে বিজেপি। কর্ণাটকেও একটি আসন হারাতে হয়েছে তাদের। বিহারেও বিজেপির কাছ থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে বিরোধীরা।

সবমিলিয়ে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৫৮ থেকে বেড়ে পৌঁছল ৬৯। ৪টি আসন হারিয়ে কংগ্রেসের হাতে রয়েছে ৫৪ জন সাংসদ। সবচেয়ে বেশি লোকসান হয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির। তারা একটি আসন জিতলেও হারিয়েছে ৫টি। অন্যদিকে রাজ্যসভায় দ্বিতীয় বৃহত্তম দল হল কংগ্রেস। তাদের এককভাবে সংসদ সদস্য রয়েছেন ৫৪ জন।