Monday, May 6, 2024
কলকাতা

রামনবমীতে তৃণমূলকে শক্তি প্রদর্শন করল বঙ্গ-বিজেপি

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শক্তি প্রদর্শন করেছে প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। রবিবার রাজ্যে রামনবমীর শোভাযাত্রায় ব্যাপক লোকসমাগম এবং অস্ত্র বহনের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে দল দুটি। কলকাতা, শিলিগুড়ি, মেদেনীপুর, বসিরহাট- সব জায়গাতেই রামনবমীর শোভাযাত্রা, রাজনৈতিক শক্তি প্রদর্শনের মিছিলে পরিণত হয়। বেশিরভাগ জায়গাতেই মিছিলে অস্ত্র প্রদর্শন করে বঙ্গ-বিজেপির কর্মীরা।

এর আগে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, “রামনবমীর মিছিলে বাধা দিলে লঙ্কাকাণ্ড বাঁধবে।” অন্যদিকে, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও। তাঁর স্পষ্ট বক্তব্য, “আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না।”

নিউটাউনেও বিজেপির বাইক মিছিল আটকে দেয় পুলিশ। নিউটাউনের শ্রাচী আইল্যান্ডের কাছে রামনবমীর মিছিলে যোগ দিতে যাচ্ছিল একদল বিজেপি কর্মী-সমর্থক। পুলিশ বাইক আটকালে, রাস্তা অবরোধের চেষ্টা করেন বিজেপি কর্মীরা।

অন্যদিকে রামনবমীর মিছিল শ্রাবণী আবাসনের সামনে পৌঁছলে তা আটকে দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর শ্রাবণী আবাসনের সামনে প্রায় আধঘণ্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তবে পুলিশি তৎপরতায় কোনও অশান্তি ছড়ায়নি।

তবে তৃণমূল কংগ্রেসের মিছিলে কর্মীদের দলীয় পতাকা প্রদর্শন করতে দেখা যায়। এর আগে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রামনবমীর মিছিলে অস্ত্র বহন না করতে নির্দেশ দিয়েছিলেন।