Thursday, May 2, 2024
দেশ

লোকসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা, মোদীর বিরুদ্ধে প্রার্থী নন রাহুল

নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে তুলে ধরবে না কংগ্রেস। এমনই জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম। শুধু রাহুলই নন, কাউকেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হিসেবে তুলে ধরা হবে না বলেই জানিয়েছেন পি চিদম্বরম।

তিনি বলেন, আমরা কখনও বলিনি যে, আমরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। কয়েক জন কংগ্রেস নেতা এই নিয়ে কথা বলছিলেন। কিন্তু এআইসিসি এই সব কথাবার্তা বন্ধ করে দিয়েছে। আমরা মোদী সরকারকে ক্ষমতা থেকে হঠাতে চাই। তার বদলে আমরা একটি বিকল্প সরকার দেখতে চাই। সেই সরকার প্রগতিশীল হবে, ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করবে, সন্ত্রাসের পথ অবলম্বন করবে না , শিশু ও মহিলাদের সুরক্ষা দেবে, কৃষকদের উন্নয়ন করবে, বলে জানান এই কংগ্রেস নেতা। চিদম্বরমের কথায়, আমরা জোট করতে চাই। নির্বাচনের পরে জোটের দলগুলি ঠিক করবে, কে প্রধানমন্ত্রী হবেন।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, আমরা মোদী বিরোধীদের সঙ্গে আলোচনা করেছি। আমরা দুটো স্তরের পদ্ধতি স্থির করেছি। প্রথমে সবাই মিলে বিজেপিকে হারাব এবং নির্বাচনের পরে ঠিক করব কে প্রধানমন্ত্রী হবেন।