Sunday, May 19, 2024
দেশ

প্রযুক্তিগত দিক থেকে অশিক্ষিত রাহুল : কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২৭ মার্চ : NaMo অ্যাপ নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে তাঁকে প্রযুক্তিগতভাবে অশিক্ষিত বলে কটাক্ষ করল বিজেপি। গতকাল এপ্রসঙ্গে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রযুক্তিগতভাবে অশিক্ষিত।”

সম্বিত পাত্র আরও বলেন, “রাহুল এটা জানেন না যে ডেটা অ্যানালিসিস আর গুপ্তচরবৃত্তি বা অন্যের ব্যাপারে নাক গলানো এক জিনিস নয়। এটা তথ্যপ্রযুক্তির সময়। যা রাহুলজি বুঝবেন না।” তাঁর যুক্তি, “এই NaMo অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নিচুস্তরের দলীয় কর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন। সমস্ত স্মার্ট অ্যাপের মতো এটি একটি স্মার্ট অ্যাপ। সহজভাবে দু’পক্ষের যোগাযোগ স্থাপনের সুবিধে থাকলে তখনই তাকে স্মার্ট অ্যাপ বলা হয়।”

এলিয়ট এলডারসন ছদ্মনামের একজন নিরাপত্তা গবেষক শনিবার টুইট বার্তায় জানান, অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পার্টির হাতে চলে যাচ্ছে। যার ডোমেইন একটি আমেরিকান কোম্পানির মালিকানাধীন।

এরপরই প্রধানমন্ত্রীর NaMo অ্যাপ নিয়ে মুখ খোলেন রাহুল। এক টুইট বার্তায় তিনি লেখেন, হাই! আমার নাম নরেন্দ্র মোদী। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনি আমার অফিসিয়াল অ্যাপে সাইন আপ করবেন, আমি আপনাদের তথ্য আমেরিকান কোম্পানিতে আমার বন্ধুদের দিয়ে দিই।