Monday, May 6, 2024
আন্তর্জাতিক

ট্রাম্পের জনপ্রিয়তা ১১ মাসে বেড়েছে ৭ শতাংশ

৭ শতাংশ জয়প্রিয়তা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদ সংস্থা কেবল নিউজ নেটওয়ার্ক-সিএনএন’র একটি জরিপে এমন চিত্রই দেখা গেছে। অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্প পেয়েছেন সবচেয়ে বেশি মানুষের সমর্থন। ৪৮  শতাংশ মানুষ মনে করেন অর্থনৈতিকখাতে ভাল করছেন ট্রাম্প, আবার ৪৫ শতাংশ মার্কিনি বিষয়টিকে মোটেও সমর্থন করেন না। আবার, বাণিজ্যখাতে ট্রাম্প ৩৮ শতাংশের সমর্থন পেলেও, তার বিরোধিতায় ছিলেন ৫০ শতাংশ মানুষ।

জরিপে বলা হয়েছে, ৪২ শতাংশ মানুষ মনে করেন, ঠিক পথেই প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে, ৫৪ শতাংশ মার্কিনির মতে, দেশটির প্রেসিডেন্ট হিসেবে একেবারেই অযোগ্য তিনি। এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যকার জরিপটিতে গত ১১ মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টাম্পের জনপ্রিয়তা ৭ শতাংশ বাড়তে দেখা গেছে। গত বছরের ডিসেম্বরে জরিপে ট্রাম্পের কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন ৪০ শতাংশ মার্কিনি। এরপর, জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ৪০ শতাংশ এবং সর্বশেষ ফেব্রুয়ারিতে ট্রাম্প পান ৪২ভাগ মানুষের সমর্থন।

অন্যদিকে, ৪৭শতাংশ মার্কিনি মনে করেন রাশিয়া বিষয়ে ট্রাম্প যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছেন। পাশাপাশি ৪১ ভাগ মনে করেন এবিষয়ে ট্রাম্পের আচরণ একেবারেই সঠিক। তথ্যসূত্র- সিএনএন