Wednesday, May 15, 2024
দেশ

বিমানে যান্ত্রিক গোলযোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার সকালে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তাকে বহনকারী একটি বিমান। কংগ্রেস সভাপতিসহ পাঁচ জন যাত্রী ছিলেন ওই প্লেনে। সৌভাগ্যক্রমে পাইলট প্লেনটিকে তিনবারের চেষ্টায় হুবলিতে অবতরণ করাতে সক্ষম হন। এরপর নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুবলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

বিধানসভা ভোটের প্রচারে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ২০ নাগাদ হুবলি রওনা হন রাহুল। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরো চার নেতা। পৌনে ১১টা নাগাদ তাকে বহনকারী উড়োজাহাজটিতে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। জোরালো একটা শব্দের পরে অটো পাইলট বিকল হয়ে নিচে পড়তে থাকে বিমানটি। ২-৩ মিনিটের জন্য রাডার থেকেও মুছে গিয়েছিল সেটি। তিনবারের চেষ্টায় হুবলি বিমানবন্দরে নামে বিমানটি। ডিজিসিএ জানিয়েছে, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেছেন পাইলট। এ ধরনের ঘটনা ‘অস্বাভাবিক নয়’।

কংগ্রেস সভাপতিতে বহনকারী জেট প্লেনে এমন গুরুতর যান্ত্রিক ত্রুটির খবর প্রকাশের পর তোলপাড় চলছে দেশজুড়ে। এ গোলযোগ পরিকল্পিত ছিলো কিনা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস। ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী রাহুলের সঙ্গে কথা বলেছেন।

কর্নাটকের ডিজি ও আইজির কাছে লিখিত অভিযোগে রাহুলের সহযোগী কৌশল বিদ্যার্থী জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তার ব্যাখ্যা মেলেনি। সকলের প্রাণ যেতে বসেছিল। কিন্তু রাহুল আগাগোড়া ধৈর্য রেখে পাইলটের পাশে ছিলেন, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়।