Monday, April 29, 2024
আন্তর্জাতিক

ঐতিহাসিক বৈঠকে বসেছেন কিম-মুন

১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার ৬০ বছরেরও বেশি সময় পর উত্তর কোরিয়ার শীর্ষ কোনো নেতা হিসেবে কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিরল এ সফরে নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম। এরইমধ্যে দক্ষিণ কোরীয় নেতা মুন জায়ে ইন-এর সঙ্গে ঐতিহাসিক বৈঠকেও বসেছেন তিনি।

কিম জং আন সকালে যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছান, তখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তাকে স্বাগত জানান। দুই নেতা সেখানে হাতে হাত মেলান। সে সময় দুজনকেই বেশ আন্তরিক এবং হাসিমুখে দেখা যায়। দক্ষিণ কোরিয়ায় কিম জং উন পা রাখার পর দুই নেতা সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন।

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে দশটায় শুরু হওয়া আলোচনা চলবে মধ্যাহ্নভোজনের বিরতির আগ পর্যন্ত। বিরতিতে দুই নেতা নিজেদের দেশে ফিরে যাবেন। নিজ দেশে মধ্যাহ্নভোজনের পর বিকেলে দুই নেতা দুই কোরিয়ার মাটি ও জল ব্যবহার করে একটি পাইন গাছের চারা রোপণ করবেন। শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এই চারা লাগানোর পর দ্বিতীয় দফা আলোচনায় বসবেন দুই নেতা। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে আলোচনা।

এদিকে, প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস বলেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই কোরিয়ার ঐতিহাসিক এ সম্মেলনে ইতিবাচক অগ্রগতি হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।