Sunday, May 19, 2024
Latestদেশ

ইসরোর মুকুটে নয়া পালক, ১৩টি মার্কিন উপগ্রহ সহ মহাকাশে পাড়ি দিল ‘কার্টোস্যাট -৩’

শ্রীহরিকোটা: ভারতের একটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি উপগ্রহকে সাথে নিয়ে রকেট পিএসএলভি-সি 47 মহাকাশের উদ্দেশে রওনা দেয়। বুধবার সকাল ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণের সাহায্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তিন শতাধিক বিদেশি উপগ্রহ উৎক্ষেপণের এক মাইলফলক ছুঁল।

কার্টোস্যাট -৩ সহজেই এবং তাড়াতাড়ি পৃথিবীর হাই-রেজোলিউশন ছবি তুলতে পারে। ইসরো জানিয়েছে, এটি পৃথিবী থেকে ৫০৯ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়েছে। কার্টোস্যাট -৩ এর মিশনের সময়কাল পাঁচ বছর। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি-সি 47) রকেট ব্যবহার করে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করল ইসরো। এটি শ্রীহরিকোটা থেকে ৭৪তম লঞ্চ ভেহিকেল।


ইসরো জানিয়েছে, ১৩ টি ন্যানোস্যাটেলাইটই কক্ষপথে স্থাপন করা হয়েছে। কার্টোস্যাট -৩ আর্থ-ইমেজিং উপগ্রহর ওজন ১,৬০০ কেজি থেকে কিছুটা বেশি। কার্টোস্যাট -৩ আর্থ-ইমেজিং উপগ্রহ বড় আকারের নগর প্রকল্প, গ্রামীণ সম্পদ এবং পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনায় এবং উপকূলীয় এবং স্থলভাগের উপর নজর রাখতে সহায়তা করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ টি ন্যানোস্যাটেলাইটের মধ্যে রয়েছে Flock-4P, যা পৃথিবীর মানচিত্র তৈরি করবে। ইসরোর ৪৪ মিটার লম্বা পিএসএলভি এখনও পর্যন্ত ২৯৭ টি বিদেশি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে এবং এদিনের উৎক্ষেপণের পরে সেই সংখ্যাটি ৩০০ ছাড়াল।