Saturday, April 27, 2024
FEATUREDদেশ

বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে মোদীর ভারত

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। একটি সমীক্ষায় এমনই জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সেই রিপোর্টের কথা উল্লেখ করে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের প্রধান। প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয়ই জানিয়েছেন, সরকারের উপর তাঁদের আস্থা আছে।তালিকায় ভারতের উপরে রয়েছে শুধু সুইৎজারল্যান্ড ও ইন্দোনেশিয়া।’

ডব্লুইএফ বলেছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের নেতৃত্বে। ৭৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের উপরে তাঁদের আস্থা রয়েছে।’’ ওইসিডি-র রিপোর্টে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার দুর্নীতি রুখতে যা যা ব্যবস্থা নিয়েছে এবং কর ব্যবস্থায় যে সংস্কার এনেছে, তার ফলে দেশের আমজনতার আস্থা বেড়ে গিয়েছে। দেশের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ মনে করেন, কেন্দ্রের বর্তমান সরকারের সিদ্ধান্ত সঠিক। তাঁরা মোদী সরকারের কাজে খুশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, ‘গত কয়েক বছরে দেশের মানুষ সরকার ও রাজনীতিবিদদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নীতি সেই আস্থা ফিরিয়ে দিয়েছে। এটা গণতন্ত্রের ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত দেখতে পাচ্ছেন প্রত্যেক ভারতীয়।’

প্রসঙ্গত উল্লেখ্য কোন দেশের সরকার নাগরিকদের কাছে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে বিশ্বব্যাপী সমীক্ষা চালায় অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)।