Tuesday, April 23, 2024
দেশ

মুর্শিদাবাদে বিরোধী দল থেকে ৮০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে

বড়ঞা: গতকাল মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের ৮০০ জন কর্মী কংগ্রেস, আরএসপি ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদের জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ।

গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘রাজ্য তৃণমূল কংগ্রেস বিশ্ব বাংলা কান্ড নিয়ে দিশেহারা। ফলে মানুষ পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইছে। তাই গ্রাম বাংলার মানুষ বিজেপিতে যোগদান করছে।’ অন্যদিকে সোমবারেও মুর্শিদাবাদের মুকুল অনুগামীরা দলবদল করেন। সোমবার তৃণমূল ছেড়ে যোগদান করলেন ৫০ সংখ্যালঘু পরিবার।

সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভগবানখোলা ব্লকের ২৫ নং গ্রাম পঞ্চায়ত মন্ডল থেকে থেকে তৃণমূলকর্মীরা বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ওই মন্ডলের সভাপতি আরিফ হোসেন।

মুর্শিদাবাদের জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘রাজ্য মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরেই এরা আমাদের সাথে যোগাযোগ করেন। এরা সকলেই মুকুল রায় অনুগামী বলে পরিচিত। মুর্শিদাবাদ জেলাতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা হারিয়ে ফেলেছেন।’