Sunday, May 19, 2024
রাজ্য​

বন্দে ভারত এক্সপ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প: তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। এবার বন্দে ভারত এক্সপ্রেস প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বলে দাবি করে বসলেন হাওড়া (সদর) তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের দ্রুততম ট্রেন এটি। বিজেপি, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস।

শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দোপাধ্যায়। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ” মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, দেখতে পাচ্ছো কি অবস্থা! এখানে এসেছি আমি ভদ্রতা করে, কষ্ট করে। সবসময় রেল আমার পরিবার, কিন্তু এগুলো কি।”

এরপরেই প্রসূন বন্দোপাধ্যায় দাবি করেন, “রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। তখন মমতাই এরকম ট্রেন চেয়েছিলেন।”

মঞ্চে জয় শ্রীরাম স্লোগান দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান কোন কারণ নেই। এটা ঠিক হয়নি। রাজনীতির স্থানে এই স্লোগান ব্যবহার করলেও সরকারি অনুষ্ঠানে এ ধরনের স্লোগান অনভিপ্রেত।”