Wednesday, May 8, 2024
দেশ

চলন্ত ট্রেনে নামাজের বিরোধিতায় মন্ত্রোচ্চারণ, প্রাক্তন সেনা কর্মীকে বেধড়ক মারধর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলন্ত ট্রেনে নামাজের বিরোধিতা করে মন্ত্র পাঠ করে প্রতিবাদ করায় প্রাক্তন সেনা কর্মীকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। আহত প্রাক্তন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে বিশাখাপত্তনমগামী স্বর্ণজয়ন্তী এক্সপ্রেসে। এই ঘটনার প্রতিবাদে মধ্যপ্রদেশের জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি গত ২০ নভেম্বর ঘটেছে।

প্রাক্তন সেনাকর্মী বিলাস নায়েককে ট্রেনে লাঞ্ছিত করা হয়। অভিযোগ, ট্রেনের দু’ধারে সিটের মাঝখানে সরু রাস্তায় একদল ব্যক্তি নামাজ পড়তে বসেছিলেন। যা যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরপর ৩ বার। টয়লেটে যেতে চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

দৈনিক ভাস্করকে বিলাস নায়েক বলেন, ”কিছু মানুষ ট্রেনের ভিতর যাতায়াতের জায়গায় নামাজ পড়তে বসে যান। পরপর ৩ বার। বাথরুম যেতে চাইলে ফিরিয়ে দেওয়া হয়। তাকে আগেও টয়লেটে যেতে হয়েছিল, কিন্তু অপেক্ষা করতে হয়েছিল কারণ মুসলিম সহযাত্রীরা নামাজের সময় কাউকে যেতে দিতে রাজি ছিলেন না।”

ঘটনার দিন প্রাক্তন সেনা দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে বিশাখাপত্তনম যাচ্ছিলেন। একই কোচে ১২৮০৪ নম্বর ট্রেনে কয়েকজন মুসলিমও ছিলেন। নায়েক টয়লেটে যাওয়ার অনুরোধ করেন। তবে নামাজ পড়া ব্যক্তিরা তাকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। জবাবে তিনি প্রতিবাদে মন্ত্র পাঠ করতে থাকেন। 

তারা নায়েকের সাথে তর্ক জড়ান। যখন নায়েক প্রশ্ন করেন কেন নামাজ পড়া গেলে মন্ত্র পাঠ করা যাবে না। এরপরেই নায়েককে লাঞ্ছিত করেন। সবাই মিলে নায়েককে মারধর শুরু করেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ২৯৪, ৩২২ এবং ৩৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

তথ্যসূত্র: OpIndia