Sunday, May 19, 2024
দেশ

অসমে জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিম অধ্যুষিত এলাকায় সেনা মোতায়েন

গুয়াহাটি‌: অসমের মুখ্যমন্ত্রী পদে বসার পর একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে হিমন্ত সরকার। মুসলিমদের মধ্যে ‌জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে জোর দিয়েছেন হিমন্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে অসমে ১ হাজার জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা নামানো হচ্ছে।

অসমের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে জন্মহার নিয়ন্ত্রণে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ বাহিনী’ নামাতে চলেছে হিমন্ত সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অধ্যুষিত এলাকাগুলিতে অর্থাৎ যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে, সেখানেই ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ বাহিনী’ বিশেষ অভিযান চালাবে।

এই বাহিনীটির কাজ হবে জন্মবিরতিকরণের পণ্য বিতরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। এলাকাবাসীর হাতে গর্ভনিরোধক তুলে দেবেন তাঁরা। হিমন্ত বিশ্বশর্মার দাবি, রাজ্যের পশ্চিম ও মধ্যাঞ্চলে জনসংখ্যা বিস্ফোরণ ঘটছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে অসমে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জন্মহার বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে, মুসলিমদের সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেড়েছে ২৯ শতাংশ।

হিমন্ত বিশ্বশর্মার দাবি, রাজ্যের সংখ্যায় কম থাকা হিন্দুদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। ভালো আবাসন ও পরিবহন সুবিধা পাচ্ছে তাঁরা। তাঁদের সন্তানরা চিকিৎসক-ইঞ্জিনিয়ার হচ্ছে। অন্যদিকে, জনসংখ্যার আধিক্যের কারণে রাজ্যের পশ্চিম ও মধ্যাঞ্চলের বাসিন্দারা বহু প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তাঁদের কাছে শিক্ষার আলো পৌঁছাতে হবে। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে হবে।

এর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুসলিমদের আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। জনসংখ্যা নিয়ন্ত্রণে করতে রাজ্যে দুই সন্তান নীতি চালু করার দিকেও ঝুকছে হিমন্ত সরকার। উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশও দুই সন্তান নীতি আনতে চলেছে।