Monday, April 29, 2024
রাজ্য​

২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা: বিহারে বিধানসভা ভোটে জয়লাভ করার পর বিজেপির টার্গেট এবার বাংলা দখল করা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঝাপিয়ে পড়েছে গেরুয়া শিবির। তারই অংশ হিসেবে বড়দিনের আগে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় (Kolkata) আসবেন তিনি।

প্রধানমন্ত্রী রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পৌষ উৎসবের উদ্বোধন এবং দক্ষিণেশ্বর মেট্রোর (Dakshineswar Metro) উদ্বোধন-সহ একাধিক কর্মসূচি রয়েছে নমোর।

করোনা পরিস্থিতিতে এবার পৌষ মেলা না হলেও পালিত হবে পৌষ উৎসব। সঙ্গে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। পৌষ উৎসব অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদীকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। ৮ পৌষ বিশ্বভারতীর সমাবর্তন যোগ দেবেন মোদী।

এদিকে, নোয়াপাড়া – দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের কাজও সম্পূর্ণ। লকডাউনের মধ্যেও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলেছে। লাইন পাতা থেকে শুরু করে স্টেশন সাজানো, সবই হয়ে গিয়েছে। কলকাতা সফরে এসে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়। ২০২০তে তার শতবর্ষ। পৌষ উৎসবের মাঝেই ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে শতবর্ষের সেই অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।