Wednesday, May 15, 2024
রাজ্য​

‘‌প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলা হচ্ছে, আমি কোন ছাড়’, তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া

কলকাতা: তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেন, পরিবারের প্রধান প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলা হচ্ছে, আমি কোন ছাড়। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের নেতা–কর্মীদের আচরণ পছন্দ নয় বিধায়কের?

উল্লেখ্য, কয়েকদিন আগে নাম না করে বৈশালী ডালমিয়াকে উদ্দেশ্য করে একাধিক পোস্টার নজরে পড়েছিল বালিতে। বহিরাগত বলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আক্রমণ শানাচ্ছে তৃণমূল।

বৈশালী ডালমিয়ার দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান। তাঁকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো সেখানে তুচ্ছ।

ডালমিয়ার‌ এই মন্তব্যের পরই তৃণমূলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। ‘‌এরা’‌ বলতে কাদের বোঝালেন বৈশালী? নিজের দলকেই?

মিহির গোস্বামীর দলবদল, শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তপ্ত রাজ্য–রাজনীতি। তার মধ্যে তৃণমূল নেতৃত্ব বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিয়েছে। তার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত? এবার সেই সুরই কথা শোনা গেল তৃণমূল বিধায়কের মুখে।