Sunday, May 19, 2024
Latestদেশ

‘৫৬ ইঞ্চির দম’, অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে গুলি চালালেন মোদী

লখনউ: এই নিয়ে সর্বসমক্ষে অস্ত্র হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল মোট ১১ বার। যোগী রাজ্যের লখনউতে চলছে পাঁচদিনের প্রতিরক্ষা এক্সপোর উদ্বোধন করতে যান নরেন্দ্র মোদী। সেখানেই অ্যাসল্ট রাইফেল হাতে তুলে নেন নমো। রীতিমতো তিনি অ্যাসল্ট রাইফেল হাতে চোখ রাখেন লক্ষ্যভেদের উদ্দেশ্যে। এই ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

প্রতিরক্ষা এক্সপোর একাদশতম সংস্করণের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির লক্ষ্যমাত্রা রেখেছে। প্রধানমন্ত্রীর শ্যুটিংয়ের ছবি ও ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে নেটপাড়ায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা যায় এসময় প্রধানমন্ত্রীর শ্যুটিং দেখতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও দেখা যায় বন্দুক হাতে।

এক্সপোতে ৭০ দেশের প্রতিনিধিরা এসেছেন। দেশি ৮৫৬টি সংস্থা ও বিদেশি ১৭২ সংস্থার কর্তারা এক্সপোতে এসেছেন তাদের সামগ্রী প্রদর্শন করার জন্য। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মন্ত্র হল ‘মেক ইন ইন্ডিয়া’। ভারতের জন্য, বিশ্বের জন্য। ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকা। গত ২ বছরে সেটা বেড়ে ১৭ হাজার কোটি টাকা হয়েছে। আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন মার্কিন ডলার।


প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবন‌া রয়েছে। রয়েছে প্রতিভা, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিকাঠামোও। রয়েছে অনুকূল নীতি। রয়েছে বিদেশি বিনিয়োগের সুরক্ষা। এছাড়া রয়েছে দাবি, গণতন্ত্র এবং প্রামাণ্যতা।

অ্যাসল্ট রাইফেল হাতে মোদীর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ৫৬ ইঞ্চি ছাতি যাঁর, তাঁর কাছে এ তো জলভাত। অনেকেই আবার বলেছেন, ছোট বেলায় যে হাতে কুমির ধরতে পারে, বড় হয়ে একটা রাইফেল ধরবে, এতে আর আশ্চর্যের কিছু নেই।