Saturday, June 21, 2025
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে ধর্মীয় বৈষম্যের শিকার হিন্দুরা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি বিজেপির

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন হিন্দুরা, এই দাবি জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করল বিজেপি। মঙ্গলবার রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতির কাছে এমনটাই অভিযোগ জানাল বিজেপির প্রতিনিধিদল। এই দলে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং প্রমুখ।

বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মহিলাদের ওপর চলছে নির্যাতন চলছে। একই সঙ্গে চলছে ধর্মের ভিত্তিতে বৈষম্য। পাশাপাশি, গঙ্গারামপুরে স্কুল শিক্ষিকাকে নির্যাতনের প্রসঙ্গও রাষ্ট্রপতির সামনে তুলে ধরে বিজেপি। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে গেরুয়া শিবির।


রাষ্ট্রপতির কাছে বিজেপির তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এর আগে দুর্গাপুজোর বিসর্জন আটকানো হয়েছিল, এবার সরস্বতী পুজোর অনুমতি দিচ্ছে না প্রশাসন। এবছর বহু প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করার অনুমতি দেয়নি মমতার সরকার। বিজেপির দাবি, তুষ্টিকরণের রাজনীতি করতেই প্রশাসন একাজ করছে।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরে সেরে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে কোনও আইনের শাসন নেই। মহিলাদের ওপর নির্যাতন করছে তৃণমূল নেতারা। অথচ তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। রাজ্যজুড়ে তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। বিষয়টি রাষ্ট্রপতিকে জানিয়েছি আমরা।