Saturday, May 18, 2024
দেশ

‘এক দেশ, এক সংবিধান’ হয়েছে, এবার দেশের উন্নতির জন্য দরকার ‘এক দেশ, এক নির্বাচন’

লালকেল্লা থেকে ৭৩তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের লোকসভা ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করার স্বপক্ষে মুখ খুললেন। মোদী বলেন, দেশের উন্নতির জন্য ‘এক দেশ, এক নির্বাচন’ প্রথা চালু করা খুবই প্রয়োজনীয়। দেশে যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে, এটা অত্যন্ত ভালো বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, এখন ভারত আক্ষরিক অর্থেই এক দেশ এবং এক সংবিধানের আওতায় এসেছে। কংগ্রেস সরকারকে আক্রমণ করে মোদী বলেন, কংগ্রেস সরকার ৭০ বছর ধরে কাশ্মীর সমস্যার সমাধানের চেষ্টা করেছে। তবে কোনও সমাধান করতে পারেনি। তবে দ্বিতীয়বার বিজেপি সরকারে আসার পরে ৭০ দিনের কম সময়ে আমরা করেছি। লোকসভা ও রাজ্যসভায় আমরা ৩৭০ ধারা বিলোপের বিল পাশ করেছি। দেশবাসী এটাই চেয়েছিলেন।

প্রধানমন্ত্রী ‘এক দেশ এক নির্বাচন’ প্রসঙ্গে বলেন, এই বিষয়টি এই মুহূর্তে আলোচনা করার মতো পরিবেশ রয়েছে। যাতে করে লোকসভা ও বিধানসভা ভোট গুলিকে সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত করা যায়। এর ফলে অর্থ সাশ্রয় হবে।

প্রসঙ্গত, এর আগে গত জুনে নীতি আয়োগ কমিটির বৈঠকেও ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়টি উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট পরিচালনা করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হয়, একসঙ্গে ভোট করলে তা সাশ্রয় হওয়ার পাশাপাশি নির্বাচনের জন্য সরকারকে যে উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয়, সেই সমস্যাও দূর হবে বলে মোদী জানান।