শোভনের অধীনে থাকা দায়িত্ব রত্নার হাতে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বুধবার আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়কে তাঁর স্বামীর অধীনে থাকা বিধানসভা এলাকা ও পুর ওয়ার্ড তৃণমূলের হয়ে দেখভাল করার দায়িত্ব দিলেন। বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বুধবার গেরুয়া দলে যোগ দেন শোভনবাবু।
শোভন চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার বেহালা-পূর্ব আসনের বিধায়ক ও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আমাদের কর্মী বা নেতাদের কারও অনৈতিক কার্যকলাপকে কখনই সহ্য করব না। আমি দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যদের অনুরোধ করছি বেহালা অঞ্চলে রত্নার সাংগঠনিক সক্ষমতা কাজে লাগানোর জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন। এখন থেকে শোভন চট্টোপাধ্যায়ের নির্বাচনী এলাকার রাজনৈতিক বিষয় দেখাশোনার জন্য দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে তাঁর স্বামীর প্রতিনিধি হিসাবে পুর ওয়ার্ড ও বিধানসভা কেন্দ্রের দলীয় বিষয়গুলি দেখাশোনা করতে বলেছেন।