Wednesday, May 15, 2024
দেশ

গুরু পূর্ণিমায় গুরুদের প্রতি শ্রদ্ধা জানালেন মোদী–শাহ

নয়াদিল্লি: আজ চন্দ্রগ্রহণ এবং গুরু পূর্ণিমা। শাস্ত্রমতে, এই দিনটি খুবই শুভ। এরকম নাকি খুব কম দিন আসে বছরে। শনিবার রাত থেকে পূর্ণিমা শুরু হয়েছে। চলবে আজ রবিবার পর্যন্ত। এই পুণ্যতিথিতে নিজেদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু শ্রদ্ধা জানানো হয়। আজকের দিনটা গুরুর কাছে প্রার্থনার দিন। নতমস্তকে তাঁদের শুভেচ্ছা জানানোর দিন।

এদিন দেশবাসীকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো টুইটে বলেন, যারা আমাদের জীবনকে অর্থবহ করে তোলেন সেই গুরুদের প্রতি আজ শ্রদ্ধা জানানোর দিন এটা। এই দিনে তিনি তাঁর সমস্ত গুরুকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন।

দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে অমিত শাহ বলেছেন, ভারতীয় সংস্কৃতিতে গুরুর আসন সবার উপরে। জ্ঞান ও শিষ্যের মধ্যে গুরু সেতু হিসেবে কাজ করেন। জ্ঞানের অমৃত শিষ্যকে প্রদান করে, ধর্ম ও চরিত্রের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলির শিক্ষা দিয়ে গুরু তাকে সঠিক পথে চালনা করতে ও জীবনকে অর্থবহ করে তুলতে সাহায্য করেন।

একজন আদর্শ গুরু যিনি তাঁর শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে এগিয়ে নিয়ে যান। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে কলকাতা ট্রিবিউনের পক্ষ থেকে সমস্ত গুরুকে প্রণাম। শুভ গুরু পূর্ণিমা।