Friday, May 3, 2024
দেশ

‘অনেক আগেই করোনা সঙ্কটের গুরুত্ব বুঝে গিয়েছিলেন,’ মোদীর প্রশংসায় পঞ্চমুখ অমর্ত্য সেন

নয়াদিল্লি: রাজনৈতিক মহল তাঁকে ‘মোদী বিরোধী’ অর্থনীতিবিদ বলেই জেনে এসেছে! কিন্তু করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, অনেক রাষ্ট্রনেতার থেকে আগে করোনার সংক্রমণ নিয়ে ভেবেছেন মোদী। যা কিনা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সাহায্য করেছে।

পাশাপাশি, অমর্ত্য সেন বলেছেন, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল প্রধানমন্ত্রীর। পরিযায়ী শ্রমিক সম্পর্কে অমর্ত্য সেন বলেন, দেশে দারিদ্র-দুর্দশার এই ছবি নতুন নয়। গরিব মানুষদের দুঃখ, দুর্দশা আগে থেকেই ছিল। দেশের সচ্ছল নাগরিক সমাজ এতে নতুন করে চমকিত হচ্ছেন, এটাই আশ্চর্যের। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে মোদী সরকারকে দোষারোপ করতেও রাজি নন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁর মতে, ভারতের দারিদ্র ও দুর্দশার ছবি আগেও ছিল।

উল্লেখ্য, এর আগে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ অন্য বিশ্ব নেতারা। মোদীকে চিঠি লিখে বাহবা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও। এবার সেই তালিকায় নাম লেখালেন অমর্ত্য সেন।

উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩৪২। মৃত্যু হয়েছে মোট ১,৮৮৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬,৫৩০ জন। ১ জন অন্যত্র চলে গিয়েছেন।