Thursday, September 19, 2024
দেশ

বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ: বুধবার সকালে স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ‘লৌহমানব’ ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মদিন উপলক্ষ্যে গত কয়েক বছর ধরে পালিত হয়ে আসছে জাতীয় ঐক্য দিবস। স্বাধীনতার আগে ভারতভূখণ্ডের ৫৬২টি রাজ্যকে একত্রিত করে রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন বল্লভভাই প্যাটেল। এবার এই দিনটিতেই উন্মোচন করা হল তাঁর মূর্তি।

এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বড় মূর্তি সেটি। এটি নিউইয়র্কের ‘স্ট্যাচু অফ লিবার্টি’র দ্বিগুণ উচ্চতাবিশিষ্ট। পদ্মবিভূষণ জয়ী শিল্পী রাম ভি সূতার মূর্তিটির ডিজ়াইন করেছেন। মূর্তিটি তৈরী করতে মোট খরচ হয়েছে ২৩৮৯কোটি টাকা। ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে। সময়ে লেগেছে ৩৩ মাস।

স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে গোটা দেশ। দেশের প্রতিটি কোণে একতার জন্য যুবসমাজ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। রান ফর ইউনিটি। আজকের এই দিনটি দেশের কাছে স্মরণীয় দিন। এতদিন সর্দার প্যাটেলকে সেই যোগ্য সম্মান দেওয়া হয়নি। বর্তমান সরকার সেটা করে দেখিয়েছে এবং নতুন ইতিহাসও তৈরি করেছে। ভারত ভবিষ্যতে চলার পথে প্রেরণা পাবে। সর্দার প্যাটেলের মূর্তি দেশকে সমর্পণ করে ভালো লাগছে।

বিশ্বের সবচেয়ে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু। মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T। এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির। এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল।