Thursday, December 12, 2024
দেশ

কাশ্মীরে সেনার গুলিতে খতম জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারের ভাইপো

শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা জওয়ানরা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ উসমানকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এই মহম্মদ উসমান হল কুখ্যাত পাক জঙ্গিনেতা ও জইশ ই মহম্মদ গোষ্ঠীর মাথা মৌলানা মাসুদ আজহারের ভাইপো।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায়। এনকাউন্টারের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে M4 কার্বাইন রাইফেল। এদিন প্রায় ৬ ঘণ্টা ধরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। এনকাউন্টারের সময়ে জঙ্গিরা ত্রালের চানকিতার গ্রামের একটি বাড়িতে আটকে পড়ে। সেই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জইশ-ই-মহম্মদ। সেখানে জানানো হয়, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাইপো। দাবি করা হয়, বেশ অনেকদিন ধরেই সে কাশ্মীরে স্নাইপার আক্রমণের দায়িত্ব সামলেছে।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ত্রালে স্নাইপার আক্রমণে শহিদ হন ২ নিরাপত্তাবাহিনীর সেনা। সেই ঘটনায় উসমান জড়িত ছিল বলে সন্দেহ পুলিশের। সূত্রের খবর, গত জুলাই থেকে কাশ্মীর উপত্যকায় ঘাঁটি গেড়েছে উসমানের ভাই উমরও। গত ১০ দিনে উসমান ৮ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেছে। ১২টির বেশি হামলা চালায় তারা।