Saturday, April 27, 2024
দেশ

সোমবার উদ্বোধন করা হবে পশ্চিমবঙ্গের তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, চলবে নিউ জলপাইগুড়ি- গুয়াহাটি রুটে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারত প্রথম। জানা গেছে, সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২টায় সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এটি হবে উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, বাংলায় তৃতীয় এবং সমগ্র ভারতের ১৮তম। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সাড়ে ৫ ঘন্টা ঘণ্টায় ৪১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

ট্রেনটি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে ৫টি স্টেশনে (নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ, কামাখ্যা) দাঁড়াবে। এই রুটে ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি ৬ দিন ছুটবে।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি স্প্রিড ট্রেন। নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটি রুটে এই ট্রেনের গড় গতি হবে ঘণ্টায় ৭৪.৭২ কিমি।