Tuesday, May 7, 2024
দেশ

সেঙ্গল প্রতিষ্ঠার সময় দূরে দাঁড়িয়ে থাকা লোকসভা স্পিকারকে পাশে ডেকে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করানো হয়নি কেন তার প্রতিবাদে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি বিরোধী ২০টি দল। তবে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চিত্র সামনে এল।

ভিডিওতে দেখা যায়, লোকসভায় সেঙ্গল প্রতিষ্ঠার সময় দূরে দাঁড়িয়ে ছিলেন লোকসভায় স্পিকার ওম বিড়লা। তখন তাঁকে মোদী ‘এদিকে আসুন’ বলে ডাক দেন। ওম বিড়লাকে পাশে নিয়েই লোকসভার স্পিকারের আসনের পাশে রাজদণ্ড প্রতিষ্ঠা করেন মোদী।


উল্লেখ্য, এদিন নতুন সংসদ ভবনের অনুষ্ঠানের শুরু থেকেই মোদীর পাশে ছিলেন ওম বিড়লা। যজ্ঞের সময়ও মোদীর পাশেই বসেছিলেন তিনি। তবে সেঙ্গল প্রতিষ্ঠার সময় তিনি দূরে ছিলেন। তবে মোদী তাঁকে পাশে ডেকে নিয়েই ‘স্বাধীনতার প্রতীক’ সেঙ্গল লোকসভায় স্থাপন করেন। যাতে বিরোধীরা অভিযোগ না তুলতে পারেন, লোকসভার স্পিকারকে ‘সম্মান’ দেওয়া হয়নি।