Tuesday, May 7, 2024
বলিউড

‘মহাত্মা গান্ধী অহিংসায় বিশ্বাস না করলে আরও ৩৫ বছর আগেই ভারত স্বাধীনতা পেত’, সাভারকরের জন্মদিনে মুক্তি পেল ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর টিজার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার, ২৮ মে বিনায়ক দামোদর সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকী। বিশেষ এই দিনেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ এর টিজার মুক্তি পেল। এই সিনেমায় সাভারকরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণদীপ হুডাকে। অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি পরিচালনা করছেন রণদীপ হুডা। এই বায়োপিক দিয়েই পরিচালক হিসেবে তাঁর হাতে খড়ি।

টিজারের রণদীপ হুডাকে বলতে শোনা যায়, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াই ৯০ বছরেরও বেশি দীর্ঘ। তবে আরও কম সময় লাগতো যদি সকলে সশস্ত্র যুদ্ধ করতো। খুব কম সংখ্যক মানুষই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন‌। বাকিরা এই যুদ্ধকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘মহাত্মা গান্ধী ভুল ছিলেন না। কিন্তু উনি যদি অহিংস আন্দোলনে বিশ্বাস না রাখতেন তাহলে আরও ৩৫ বছর আগেই ভারত স্বাধীনতা পেত।’


সিনেমার টিজার টুইটারে শেয়ার করেছেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়র তালিকায় প্রথমে ছিলেন- নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কে এই বীর সাভারকর? তাঁর প্রকৃত গল্পটি দেখুন। ২০২৩ সালেই মুক্তি পাবে এই সিনেমা।’