Monday, May 20, 2024
দেশ

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগে ‘রাষ্ট্রগান ডট ইন’ পোর্টাল চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া পোর্টাল লঞ্চ করলেন। স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তির আগে ‘রাষ্ট্রগান ডট ইন’ নামে একটি ওয়েবসাইট চালু করলেন নরেন্দ্র মোদী। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড করার আবেদন জানান তিনি।

মোদী বলেন, ‘রাষ্ট্রগান ডট ইন’ পোর্টালে যে কেউ জাতীয় সংগীত গেয়ে তার ভিডিও আপলোড করতে পারে। ৭৫ লাখের বেশি ভিডিওর লক্ষ্য মাত্রার কথা জানান প্রধানমন্ত্রী।


তিনি বলেন, রাষ্ট্রগান ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে এই প্রচারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। আমরা ভাগ্যবান যে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের সাক্ষী থাকতে পারব। আমরা সবাই এই দিনটি পালন করব।

পাশাপাশি, এদিন ‘ভারত জোড়ো’ আন্দোলনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অন্যের পাশে দাঁড়িয়ে ভারতকে আরও শক্তিশালী করে তুলতে হবে। সমস্ত বিচ্ছিন্নতার ফাঁকফোকর দূর করে দিতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।