Saturday, May 4, 2024
খেলা

ধোনির প্রশংসায় পঞ্চমুখ মোদী, জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাহি

রাঁচি: গত ১৫ আগস্ট সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটা ছোট্ট বার্তায় আসমুদ্র-হিমাচল গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আপামর ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। ক্রিকেট তারকা থেকে শুরু করে অভিনেতা, রাজনীতিক, ক্যাপ্টেন কুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

তবে একেবারে অন্যভাবে ধোনি-বন্দনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধোনির ভূয়সী প্রশংসা করে চিঠি পাঠান নমো। প্রধানমন্ত্রীর চিঠির পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ধোনি।

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত ধোনি টুইটে লিখেছেন, একজন শিল্পি, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে। তাঁরা চায় তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ যেন সবার নজর কাড়ে এবং প্রশংসিত হয়। প্রশংসা ও শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটের সঙ্গে তাঁকে পাঠানো মোদীর চিঠিও পোস্ট করেছেন ধোনি।

গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা করে ধোনি লিখেছিলেন, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। প্রধানমন্ত্রী ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধোনিকে অবসর জীবনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।