Wednesday, May 15, 2024
কলকাতা

বিশ্বের সিনেমা ও নাট্যজগতের অপূরণীয় ক্ষতি হল, ইরফান খানের মৃত্যুতে বললেন মোদী

নয়াদিল্লি: বুধবার সকালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত শনিবার আচমকাই তাঁর মায়ের মৃত্যু হয়। তার চারদিনের মধ্যেই মারা গেলেন ইরফান। মঙ্গলবার বিকালে কোলনের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ইরফানকে। বেশ কয়েক বছর ধরে মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন তিনি। কয়েকমাস আগেই লন্ডনে চিকিৎসা শেষে মুম্বই ফিরে আসেন ইরফান।

অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। টুইটে মোদী লিখেছেন, ইরফান খানের মৃত্যু বিশ্বের চলচ্চিত্র ও নাট্যজগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর বহুমুখী অভিনয়ের জন্য বিভিন্ন প্ল্যাফটর্মে নাম কুড়িয়েছিলেন তিনি। মৃত্যুতে পরিবার, পরিজন ও অনুরাগীদের শোকে সমব্যথী আমি। তাঁর আত্মার শান্তি কামনা করি।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, ইরফানের মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। ইরফান কাজেই ভবিষ্যত প্রজন্মের কাছে থাকবে তাঁর সবচেয়ে বড় পরিচিতি। কয়েকবছর আগে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ইরফান কলকাতায় এসেছিলেন, সেই কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

রাহুল গান্ধী টুইটে বলেছেন, ইরফান খানের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। সারা বিশ্বে সিনেমা ও টিভির মঞ্চে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সবাই তাঁকে মিস করবে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুতে আমি শোকাহত। এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাকে যেন আমরা তাঁর কাজের মধ্যে দিয়ে মনে রাখি, সেই কামনা করি।