Friday, April 26, 2024
কলকাতা

‘পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের’, হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে স্কুল খুলে যাবে। সেই অনুযায়ী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরেই স্কুল খোলার তোড়জোড় শুরু হয়। জানা যায়, আপাতত সব শ্রেণির ক্লাস হবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

জানা গেছে, ওই আইনজীবীর নাম সুদীপ ঘোষ চৌধুরী (Sudip Ghosh Chowdhury)। জনস্বার্থ মামলার হলফনামায় তিনি দাবি করেছেন, স্কুল খোলার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার কোনও পরিকল্পনা করেনি। পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার দাবি, পড়ুয়াদের টিকা করনের ব্যবস্থা না করেই স্কুল খুলে দেয়া হচ্ছে। এর ফলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত কিনা বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। এমনটাই দাবি করেছেন ওই আইনজীবী।

রাজ্যে করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী আশঙ্কা করছেন, এই পরিস্থিতিতে সঠিক পরিকল্পনা না করে স্কুল খুললে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, স্কুল খোলার বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। আর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস। তার আগে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্যানিটাইজেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে জোরকদমে।