Wednesday, May 8, 2024
কলকাতা

‘আমি কোথায় পাবো? পেট্রোল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়’, জানিয়ে দিলেন মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Prices) কমানো হচ্ছে না। সোমবার এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমি কোথায় পাবো? তা সত্বেও ছাড় দিই। আমরা লিটার প্রতি ডিজেলে ১ টাকা ছাড় দিই।’

সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমায়নি। পশ্চিমবঙ্গ সরকারের জ্বালানির উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি। কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ।

এ প্রসঙ্গে মমতা বলেন, ‘শুধুমাত্র গ্যাস, পেট্রল এবং ডিজেল থেকে চার লাখ কোটি টাকা তুলেছে বিজেপি সরকার। ডিজেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবেন। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয় না। আমাদের টিকাই দেয় না। তো টাকা দেবে। বড়-বড় ফটফট করে। আমরা লিটার প্রতি ডিজেলে এক টাকা ছাড় দিই। আমি কোথায় পাব? তা সত্ত্বেও করি। আমাদের যত স্কিম আছে, বিশ্বের কোথাও আছে।’

অর্থাৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে-ফিরিয়ে বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকার লিটারপ্রতি ডিজেলে ১ টাকা ছাড় দেয়। তাই এর বেশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভ্যাট কমানো সম্ভব নয়।

বিজেপির পাশাপাশি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ সরকারকে ভ্যাট কমানোর আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ‘জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে ইতিমধ্যেই পাঞ্জাব ও ছত্রিশগড়ের কংগ্রেস সরকার জ্বালানির উপর থেকে ভ্যাট কমিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকেও ভ্যাট কমানোর আর্জি জানাই।’