Wednesday, April 23, 2025
Latestকলকাতা

ওয়াকফ বিলের প্রতিবাদে পার্ক সার্কাসে সংখ্যালঘু সংগঠনের বিক্ষোভ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারই রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও। শুক্রবার কলকাতার পার্ক সার্কাসে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন শহরের একাধিক সংখ্যালঘু সংগঠনের সদস্যরা।

যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি সভা। সভায় দীর্ঘ সময় ধরে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে আলোচনা চলে। বক্তারা এই বিলকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার হরণ করার ষড়যন্ত্র বলে অভিহিত করেন। সভা শেষে সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে এই বিতর্কিত বিল প্রত্যাহার করতে হবে। ফলে পার্ক সার্কাস সেভেন পয়েন্টস চত্বরে সৃষ্টি হয় যানজট ও বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে বিলটি

প্রসঙ্গত, সদ্য লোকসভা ও রাজ্যসভায় গভীর রাতে পাস হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল। লোকসভায় দীর্ঘ আলোচনার পর তা পাশ হওয়ার পর, রাজ্যসভাতেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিলটি পাস হয় ১২৮টি ভোটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

এই পরিস্থিতিতে দেশজুড়ে সংখ্যালঘুদের মধ্যে আশঙ্কা ও ক্ষোভ বাড়ছে। বিক্ষোভকারীদের মতে, নতুন সংশোধনী সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকারকে খর্ব করবে। এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

উত্তাপ ক্রমেই বাড়ছে

বিরোধী রাজনৈতিক শিবিরও এই বিলের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছে। ওয়াকফ আইনের পরিবর্তনকে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধাচরণ বলে মন্তব্য করেছে। সবমিলিয়ে, ওয়াকফ (সংশোধনী) বিল কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে উত্তাপ ক্রমেই বাড়ছে। ছবি কৃতজ্ঞতা: TV9 Bangla