Thursday, September 19, 2024
খেলা

‘ইসলাম ধর্ম মেনে বাকি জীবন কাটাতে চাই’, মাত্র ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়ে দিলেন পাকিস্তানের আয়েশা নাসিম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইসলাম ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সে ক্রিকেট খেলা ছেড়ে দিলেন পাকিস্তানের আয়েশা নাসিম। তিনি জানিয়েছেন, ‘বাকি জীবনটা ইসলাম ধর্ম মেনে কাটাতে চান। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

Ayesha Naseem

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আয়েশা। আয়েশা পাক ক্রিকেট বোর্ডকে বলেছেন, “আমি ক্রিকেট খেলাকে বিদায় জানাচ্ছি। ইসলাম ধর্ম মেনে বাকি জীবন কাটাতে চাই।”


২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আয়েশার। ৩০টি টি-২০ ম্যাচ এবং ৪টি ওডিআই ম্যাচ খেলেছিলেন তিনি। টি-২০তে ৩৬৯ রান এবং ওডিআইতে ৩৩ রান করেন তিনি। চলতি বছরের শুরুতে শেষ বার খেলেছিলেন আয়েশা। আগামী দিনের তারকা মনে করা হচ্ছিল তাকে। তার আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল। কিন্তু আয়েশার হঠাৎ অবসরের সিদ্ধান্তে সকলেই অবাক করেছে