‘অভিষেকের হাতে থাকবে বাংলার দায়িত্ব, মমতার লক্ষ্য দিল্লি’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মোদী সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রবীণতম সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতকে নেতৃত্ব দেবেন। আর পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’
তাহলে এবার লক্ষ্য কি ২০২৪ এর লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রীর কুর্সি? এ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘২০১০ সালের ২১ জুলাইয়ের কথা মনে পড়ছে। সেই সময়ে বামফ্রন্টের বিদায় শুধু সময়ের অপেক্ষা ছিল। এখন আকাশে-বাতাসে একটাই বার্তা মুখরিত, একটাই আওয়াজ, ২০২৪ এর লোকসভা ভোটে কোন দল জিতবে? জোরে বলো, দুই হাত উপর করে বলো কোন দল জিতবে?’’ একুশের সমাবেশ থেকে সম্মিলিত জবাব আছে— ‘‘ইন্ডিয়া! ইন্ডিয়া জিতবে!”
উল্লেখ্য, বিজেপি বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। জানা গেছে, ইন্ডিয়া নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকেই এসেছে।