Friday, May 3, 2024
আন্তর্জাতিক

শুক্রবার পাকিস্তানে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, অথচ শনিবার লকডাউন প্রত্যাহার

ইসলামাবাদ: মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত গোটা বিশ্ব। করোনা মোকাবিলায় জারি করা হয়েছে লকডাউন। তবে টানা লকডাউনের জেরে অর্থনীতির অবস্থা নাজুক হয়ে পড়ছে। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে পাকিস্তানে শুক্রবার একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

পক প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শনিবার থেকে লকডাউন প্রত্যাহারের নির্দেশনা কার্যকর হয়েছে। অথচ শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে পাকিস্তানে ১ হাজার ৭৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৫ জন এবং মোট ৫৯৯ জন মারা গেছেন। লকডাউন প্রত্যাহারে ব্যাপকহারে সংক্রমিত হওয়ার উদ্বেগ বেড়েছে। করোনার প্রকোপ ঠেকাতে প্রায় ৫ সপ্তাহ ধরে লকডাউন কার্যকর ছিল পাকিস্তানে।

শনিবার থেকে ধাপে ধাপে প্রত্যাহার হবে বলে বৃহস্পতিবার ঘোষণা দেন ইমরান খান। জাতির উদ্দেশে দেয়া ওই ভাষণে তিনি বলেন, লকডাউন প্রত্যাহারের কারণ হিসেবে ইমরান খান বলেন, দেশের বিপুল সংখ্যক দারিদ্র জনগোষ্ঠী ও দিনমজুর মানুষ লকডাউনের কারণে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারছেন না। তাই লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।