Wednesday, April 23, 2025
দেশ

এক বছরের জন্য পান মশলার ১১ ব্র্যান্ড নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার

রাঁচি: শুক্রবার রাজ্যে ১১ ব্র্যান্ডের পান মশালা এক বছরের জন্য নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার। আধিকারিকরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের পান মশালার ৪১টি নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা করে যেসব ব্র্যান্ডের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে, সেই ব্র্যান্ডগুলি নিষিদ্ধ করা হয়েছে। কেননা এটি ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে নিষিদ্ধ ছিল। মোট ১১ টি ব্র্যান্ড মানদণ্ডে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

এর আগে মহারাষ্ট্র ও বিহার সরকারও এই নিষেধাজ্ঞা জারি করেছিল। স্বাস্থ্য বিষয়ক সচিব নীতিন কুলকার্নির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১২-২০১৮ পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ৪১ টি ব্র্যান্ডের প্যান মশালার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ম্যাগনেসিয়াম কার্বনেট আছে যেসব ব্র্যান্ডে সেই  ব্র্যান্ডগুলি এক বছরের জন্য নিষিদ্ধ করা হল। ম্যাগনেসিয়াম কার্বনেট খাদ্য সুরক্ষা আইনকে লঙ্ঘন করে।

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, সাধারণ মানু্ষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১১টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। নিষেধাজ্ঞা যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে খাদ্য নিরাপত্তা ও মান আইন অনুসারে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল ঝাড়খণ্ড সরকার রাজ্যে সমস্ত তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মারণ করোনা মোকাবিলায় যত্রতত্র থুতু ফেলতে কেন্দ্রীয় সরকারের থেকে নিষেধ করা হয়েছে। ওয়াকিবহালের মতে, সেই কারণেই হয়তো সরকার দ্রুত এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।