Sunday, May 5, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় চিনা নাগরিক নিহত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে চিনা নাগরিকদের বহনকারী একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এক চিনা নাগরিক-সহ স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চিন। গতকাল শুক্রবার এ হামলা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে বন্দর নগরী গোয়াদারের বালুচ ওয়ার্ড এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চিনা দূতাবাস। বিবৃতি চিনা রাষ্ট্রদূত বলেছেন, পাকিস্তানে চিনা রাষ্ট্রদূতের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি, হামলায় আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

চিনা দূতাবাস তরফে আরও বলা হয়েছে, অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই। পাশাপাশি, পাকিস্তানকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। চিনা নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এই হামলার কথা অস্বীকার করেছে টিটিপি। উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে পাকিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় চিনের তিন নাগরিক-সহ অন্তত ১৩ জন নিহত হন।