Saturday, April 27, 2024
দেশ

তাইওয়ান নিয়ে চিনকে বড়সড় ঝটকা দিল ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তাইওয়ান নিয়ে নীতি স্পষ্ট করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, তাইওয়ানের বিষয়ে ভারতের নীতি স্পষ্ট। তাইওয়ানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটনের দিকে মনোনিবেশ করছে ভারত। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।

তিনি বলেন, তাইওয়ানের বিষয়ে ভারত সরকারের নীতি স্পষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার তাইওয়ানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সংস্কৃতি, শিক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে সম্পর্ক আরও মজবুত করে তুলতে কাজ করে চলেছে।

কেন্দ্রের কাছে প্রশ্ন করা হয়েছিল ভারত সরকার তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগতভাবে বাড়ানোর জন্য উন্মুখ হচ্ছে কিনা।

উল্লেখ্য, তাইওয়ানের সাথে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে উভয় পক্ষেরই বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক রয়েছে। চিন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

তাইওয়ান দখল করতে মরিয়া চিন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে আগ্রাসী হয়ে উঠেছে বেইজিং। যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়ে চিন তাইওয়ানের বন্দর ও এয়ারপোর্টগুলিকে ঘেরাও করতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে চিনের উপর চাপ বাড়িয়ে তাইওয়ানের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত।