Friday, May 10, 2024
রাজ্য​

পুলিশের দ্বারস্থ হলেন ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, কিন্তু কেন?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবখানেই কাপাচ্ছে তাঁর গাওয়া গান। সোশ্যাল মিডিয়া ঢুকতেই ‘কাঁচা বাদাম’। সোশ্যাল মিডিয়া মেতে উঠেছে এই গানটিতে। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউস পেয়েছে গানটি। অনেকেই ভিডিও করার জন্য হাজির হচ্ছেন তাঁর কাছে। কিন্তু অভিযোগ, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তারা লাখ লাখ টাকা রোজগার করলেও ওই বাদাম বিক্রেতাকে তাঁর প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

বাদাম বিক্রির সময় কাচা বাদাম নিয়ে একটি গান গান তিনি। বর্তমানে তার সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। মানুষকে আকৃষ্ট করার জন্যই এই গানটা লিখেছিলেন তিনি। আর তাঁর সেই গানেই মেতে নেটমাধ্যম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঢুকলেই বেজে উঠছে তার গাওয়া গান।

ভুবন বাদ্যকর জানান, ‘আমি গ্রামে গ্রামে গিয়ে বাদাম বিক্রি করি। আগে সাইকেলে করে বাদাম বিক্রি করে বেড়াতাম। তবে ১৫ হাজার টাকা জোগাড় করে একটি পুরোনো মোটরসাইকেল কিনেছি। এখন তাতে করেই গ্রামে গ্রামে বাদাম বিক্রি করে বেড়াই।’ মাঝে মধ্যে ঝাড়খণ্ডেও যাই বাদাম বিক্রি করতে।

বাদাম বিক্রি করে কোনওমতে সংসার চলে তাঁর। মটর সাইকেলের পিছনে বাদামে বস্তা বেঁধে বিভিন্ন গ্রাম ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করেন তিনি। তাঁর গান যে গ্রাম, দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি।