Friday, May 3, 2024
দেশ

‘সরকারের প্রশংসা করা উচিত বিরোধীদের, আমরা পারিনি, মোদী সরকার পেরেছে’, নতুন সংসদ ভবন প্রসঙ্গে গুলাম নবি আজাদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিরোধী নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ২০টি বিজেপি বিরোধী দল। সে পথে না হেঁটে এবার নতুন সংসদ ভবন ইস্যুতে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ।

তিনি বলেন, ‘গত ৩০-৩৫ বছর ধরে আমি নতুন সংসদ নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। যখন সংসদ বিষয়ক মন্ত্রী ছিলাম তখন প্রধানমন্ত্রী নরসিমা রাও, শিবরাজ পাতিল এবং আমি প্রকল্পটি নিয়ে আলোচনাও করেছিলাম। একটি নকশাও তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা পেরে উঠিনি। এখন তা নির্মাণ করা হচ্ছে। এটা একটা ভালো কাজ। দিল্লিতে থাকলে অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। কিন্তু একই সময়ে আরেকটি অনুষ্ঠান রয়েছে আমার।’


বর্ষীয়ান এই কংগ্রেস নেতার কথায়, ‘রেকর্ড সময়ে নতুন সংসদ ভবনের কাজ শেষ করায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করা উচিত বিরোধীদের। বিরোধীদের এই বয়কটের কঠোর বিরোধী আমি।’