Sunday, May 19, 2024
দেশ

দেশে বোকামির একটাই সংগঠন আছে, তার নাম কংগ্রেস: অমিত শাহ

নয়াদিল্লি: ভীমা কোরেগাঁও মামলায় আরও চার সপ্তাহ গৃহবন্দি থাকতে হবে ভারভারা রাও সহ পাঁচ সমাজকর্মীর। শুক্রবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরই টুইট করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। ভারভারাদের গ্রেপ্তার করার পরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেছিলেন, দেশে এখন একটাই স্বেচ্ছাসেবী সংস্থা থাকবে। তার নাম আরএসএস। শুক্রবার রাহুলের জবাব দিয়ে অমিত লেখেন, দেশে এখন বোকামি করার জন্য একটাই সংগঠন আছে। তার নাম কংগ্রেস।

অমিত শাহের কথায়, কংগ্রেস ভারত কো টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থক। মাওবাদী, জাল সমাজকর্মী, সবাই কংগ্রেসে স্বাগত। তাদের নীতি, যারা সৎ ও কর্মঠ, তাদের নিন্দা কর।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, এতদিনে প্রমাণিত হল, পুনে পুলিশ ঠিকই করেছে। তারা আদালতে এমন কিছু নথিপত্র প্রকাশ করেছে, যাতে বোঝা যায়, সত্যিই ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগ আছে। আর ধারণার বশবর্তী হয়ে মুক্তি দেওয়া যাবে না। পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে।