Monday, May 13, 2024
দেশ

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করলো কেন্দ্র

নয়াদিল্লি: ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। যার ফলে এখন থেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হবে রাজ্যগুলোকে। ঠিক যেমনটা হচ্ছে করোনার ক্ষেত্রে কেন্দ্রকে জানাতে হচ্ছে।

ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস মহামারি সংক্রান্ত বিষয় নিয়ে দেশের রাজ্যগুলোকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগারওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোকে মেনে চলতে হবে।

করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এরপরেই নড়েচড়ে বসলো কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ। করোনা রোগী ছাড়া অন্যরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে। ব্ল্যাক ফাঙ্গাস রোগে নাকের ওপর কালো ছোপ, দেখতে অসুবিধা হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে।

এদিকে, কেন্দ্রের চিঠি ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ইতিমধ্যে ২০ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি ও তার চিকিৎসা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। প্রসঙ্গত, শুক্রবার হরিদেবপুরের বছর ৩২ বয়সী শম্পা চক্রবর্তী ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কলকাতায় তিনিই প্রথম ব্ল্যাক ফাঙ্গাসের বলি হলেন।

মহারাষ্ট্রে ইতোমধ্যেই ১৫০০’রও বেশি ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে পাঁচজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।